• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

ট্রাম্পকে গুলি করা যুবক রিপাবলিকান পার্টির সদস্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০৪:১০ পিএম
ট্রাম্পকে গুলি করা যুবক রিপাবলিকান পার্টির সদস্য

নির্বাচনী প্রচারণায় বন্দুক হামলার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) পেনসিলভানিয়ায় এ হামলার ঘটনা ঘটে। এরই মধ্যে হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, ট্রাম্পের ওপর হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার ছিলেন।

ট্রাম্পের ওপর সহিংস এই হামলার ঘটনার নানা খুঁটি নাটি বিষয় নিয়ে বিশ্লেষণ করছেন তদন্তকারীরা। এর পরিপ্রেক্ষিতেই একটি প্রশ্ন বার বার সামনে আসছে সেটা হলো বন্দুকধারী ২০ বছর বয়সি কে এই থমাস?

এরই মধ্যে থমাসের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে কিছু তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। রিপাবলিকান দলের নির্বাচনী তহবিলের উদ্বৃতি দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, থমাস ক্রুস পেনসিলভানিয়ার একজন নিবন্ধিত রিপাবলিকান ভোটার ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ২০ জানুয়ারি যেদিন জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, একই দিন রিপাবলিকান দলের একটি নির্বাচনী তহবিলে (প্রগ্রেসিভ রাজনৈতিক অ্যাকশন কমিটিকে) ১৫ ডলার অনুদান দিয়েছিলেন থমাস ক্রুকস।

এদিকে বিবিসির খবর বলছে, ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা। বাটলার থেকে এই শহরের দূরত্ব ৭০ কিলোমিটার। গুলির এ ঘটনাকে হত্যাচেষ্টা ধরে তদন্ত চলছে বলে জানিয়েছে এফবিআই।

ক্রুকসের অঙ্গরাজ্য পর্যায়ের একটি ভোট-সংক্রান্ত নথি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, তার জন্ম ২০০৩ সালের ২০ সেপ্টেম্বর। ওই নথি অনুযায়ী, তিনি ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিবন্ধিত একজন ভোটার।

Link copied!