• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৬ রবিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে বোমা হামলা, নিহত ৫২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০২:৫৩ পিএম
পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে বোমা হামলা, নিহত ৫২
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলার একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ সদস্যসহ অন্তত ৫২ জন নিহত হয়েছেন। শুক্রবারের (২৯ সেপ্টেম্বর) এই হামলায় আরও ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানান স্থানীয় কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।

জেলা স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) আব্দুল রাজ্জাক শাহি ডন ডটকমকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন এবং সিটি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি জানিয়েছেন নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

তবে শহীদ নবাব ঘৌস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী ড. সাইদ মিরওয়ানি এর আগে ডন ডটকমকে বলেছিলেন, এ হামলায় ৩৪ জন মারা গেছেন ও ১৩০ জনের বেশি আহত হয়েছেন।

জেরা স্বাস্থ্য কর্মকর্তা জানান, হাসপাতাল দুটির দুটো করে প্রবেশপথ। এ কারণে সংখ্যাটি বেশি ছিল এবং আহতদের সংখ্যা ৫০ জন।

ড. মিরওয়ানি নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত ২৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে, আর ২২ জনকে মাস্তুং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, কয়েক ডজন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ২০ জনের বেশি আহত ব্যক্তিকে চিকিৎসা সহায়তার জন্য কোয়েটায় পাঠানো হয়েছে।

ড. মিরওয়ানি আরও বলেন, “মৃতদেহ ও আহত ব্যক্তিদের সরানোর প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।”

এর আগে মাস্তুংয়ের সহকারী কমিশনার (এসি) আত্তাহুল মুনিম জানান, বিস্ফোরণে ১৫ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।

তিনি আরও জানান, আলফালাহ রোডে মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর মিছিলে লোকজন জড়ো হওয়ার সময় বিস্ফোরণ ঘটে।

মাস্তুং এসি জানিয়েছে যে ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) নওয়াজ গিশকোরির গাড়ির পাশে বিস্ফোরণ ঘটে, যিনি মিছিলের পাশে ছিলেন।

এসএইচও লেহরি বলেন, বিস্ফোরণটি একটি ‘আত্মঘাতী বিস্ফোরণ’।

বিস্ফোরণের পর প্রকাশিত অযাচাইকৃত ছবি ও ভিডিওতে বেশ কয়েকটি রক্তাক্ত মৃতদেহ দেখা গেছে।

Link copied!