• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

মহারাষ্ট্রে ঝড়ে গাছ পড়ে ৭ পুণ্যার্থী নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ১০:৫৯ এএম
মহারাষ্ট্রে ঝড়ে গাছ পড়ে ৭ পুণ্যার্থী নিহত

ভারতের মহারাষ্ট্রে এক মন্দিরের কাছে ঝড়ে বিশাল গাছ উপড়ে গিয়ে একটি টিনশেড ঘরের ওপর পড়ে। এতে সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (৯ এপ্রিল) মহারাষ্ট্রের আকোলা জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, রোববার আকোলার একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে জমায়েত হয়েছিল পুণ্যার্থীদের। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য মন্দিরের পাশেই টিনের ছাউনির তলায় আশ্রয় নিয়েছিলেন ৪০ জন পুণ্যার্থী। হঠাৎ ছাউনির ওপর একটি পুরোনো গাছ ভেঙে পড়ে। গাছের চাপে টিনের ছাউনিটিও ভেঙে পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে যায় পুলিশ। স্থানীয়রাও উদ্ধারকাজে যোগ দেন। পুণ্যার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতাল আনার পথেই চারজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। এক পুণ্যার্থীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ এ ঘটনায় শোক প্রকাশ করে টুইটারে লিখেছেন, “আকোলা জেলার পারসের একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বহু পুণ্যার্থী এসেছিলেন। টিনের ছাউনির তলায় দাঁড়িয়ে থাকাকালীন তাদের মাথায় গাছ পড়ে। এতে অনেকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমি মর্মাহত। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলেছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমরা অনবরত তাদের সঙ্গে যোগাযোগ বিনিময় করছি।”

যে পুণ্যার্থীরা গুরুতর আহত হয়েছেন, তাদের জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং যারা সামান্য চোট পেয়েছেন তাদের বালাপুরের হাসপাতালে চিকিৎসা চলছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ধেও এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা করা হবে।

Link copied!