• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০, ২৬ রমজান ১৪৪৬

স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭ শিশুর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০১:০০ পিএম
স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭ শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ শিশু নিহত হয়েছে নাইজেরিয়ায় একটি স্কুলে। দগ্ধ ও আহত হয়েছে বেশ কয়েকটি শিশু শিক্ষার্থী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, স্কুলের পাশের একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত।

গত মঙ্গলবার নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি ইসলামিক স্কুলে এই অগ্নিকাণ্ড হয়। এ ঘটনায় আহত কয়েকজন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য জামফারা প্রদেশের কাউরান নামোদা শহরে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে পাশের একটি বাড়িতে আগুন লাগে এবং স্কুলটিতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ১০-১৬ বছর বয়সী শিশু শিক্ষার্থীরা ঘুমন্ত অবস্থায় ছিল। এ কারণে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটে।

স্কুলটিতে প্রায় ১০০ জন শিক্ষার্থী ছিল। তারা বিভিন্ন গ্রাম থেকে এখানে পড়তে এসেছিল।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। আহতদের সুস্থ হতে সাহায্য করার চেষ্টা চলছে বলেও জানায় তারা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের অবস্থানের কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে পড়ে। যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা ঠিক সময়ে এলেও বাড়ির দিকে যাওয়ার রাস্তা সরু হওয়ায় পৌঁছানো কঠিন ছিল।

Link copied!