বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান সিন্ডি ম্যাকেইন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শস্য বিষয়ক চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন। আগামী ১৮ মে এই মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পর বিশ্বকে খাদ্যের যোগান দেওয়া কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সিন্ডি ম্যাকেইন বলেন, “চুক্তিটি অবশ্যই নবায়ন করতে হবে। তা না হলে খাদ্য সংকটে পড়ে যাবে গোটা বিশ্ব। ইউক্রেনকে ইউরোপের রুটি ঝুড়ি বলা হয়ে থাকে। তবে যুদ্ধের কারণে সেই শস্যের যোগান দিতে পারছে না দেশটি, এর প্রভাব পড়ছে অন্যান্য দেশেও।”
বিশ্ব খাদ্য সংকট মোকাবিলায় গত বছরের জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ডব্লিউএফপির সঙ্গে এই চুক্তি করেছিল রাশিয়া। বিনিময়ে মস্কোর কৃষিজ পণ্য রপ্তানিতে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় জাতিসংঘ। সূর্যমূখী বীজ, গম, বার্লিসহ বিপুল শস্য রফতানি করে ইউক্রেন। বিশ্ব চাহিদার প্রায় অর্ধেকের বেশি গমই আসে দেশটি থেকে।
রাশিয়ার সঙ্গে এই চুক্তিতে বলা রয়েছে, খাদ্য সরবরাহ নিশ্চিতে কৃষ্ণসাগরের বন্দরগুলো কিয়েভকে ব্যবহার করতে দিতে হবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর প্রথম দিকেই বন্দরগুলো অবরোধ করে রেখেছিল রাশিয়া। রুশ যুদ্ধজাহাজ দিয়ে ঘেরাও ছিল বন্দরগুলো।