• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনে তুরস্কে যাবেন পুতিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ১১:৫১ এএম
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনে তুরস্কে যাবেন পুতিন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আগামী ২৭ এপ্রিল পারমাণবিক শক্তিসমৃদ্ধ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির তুরস্কে আসবেন।

রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘রোসাতোম’ এ চুল্লিটি তৈরি করেছে। এটি দেশটির প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বুধবার (২৯ মার্চ) বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি।

জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, পুতিন ২৭ এপ্রিল তুরস্কে যাবেন, এমন একটি সম্ভাবনা রয়েছে। অথবা উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। এর আগে গত সোমবার তুরস্কের গণমাধ্যমগুলোতে পুতিনের সম্ভাব্য সফরের খবর প্রকাশিত হয়। তবে ওই দিন বিষয়টি অস্বীকার করে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন।

এরদোয়ান আরও বলেছেন, তুরস্ক পারমাণবিক চুল্লিটির প্রথম ইউনিটে প্রথম জ্বালানি দেবে আগামী ২৭ এপ্রিল এবং সেদিনই এটিকে পারমাণবিক চুল্লির স্বীকৃতি দেওয়া হবে।

এদিকে চলতি মাসের শুরুতে ইউক্রেনে যুদ্ধাপরাধ করার অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এক বিবৃতিতে বলেছে, জোরপূর্বক ইউক্রেনের নাগরিকদের (শিশুদের) নিয়ে যাওয়া এবং রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের অঞ্চলগুলো থেকে জোরপূর্বক নাগরিকদের (শিশুদের) রাশিয়ায় নিয়ে যাওয়ার মতো যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে। এ অপরাধের সঙ্গে পুতিনের সংশ্লিষ্টতা থাকার বিষয়টি বিশ্বাস করার পর্যাপ্ত কারণ রয়েছে।

আন্তর্জাতিক এ আদালতের যেসব সদস্য রাষ্ট্র রয়েছে তাদের বিধান অনুযায়ী, যদি পুতিন সেসব সদস্য রাষ্ট্রে যান তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে। তবে তুরস্ক এ আদালতের সদস্য নয়।

Link copied!