• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

মিশরে পুলিশ ফাঁড়িতে গোলাগুলি, নিহত ৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩, ০৩:৩০ পিএম
মিশরে পুলিশ ফাঁড়িতে গোলাগুলি, নিহত ৪

মিশরের সিনাই উপদ্বীপে অত্যন্ত সুরক্ষিত জাতীয় নিরাপত্তা সদর দপ্তরে গোলাগুলিতে পুলিশের চার সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববারের এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (৩১ জুলাই) সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

কর্মকর্তারা জানান, মিশরের উত্তর সিনাই প্রদেশের রাজধানী শহর আল-আরিশে জাতীয় নিরাপত্তা সদর দপ্তরে এই গোলাগুলির ঘটনায় অন্তত ২১ জন আহত হয়েছে।

এপি জানিয়েছে, হতাহতদের একটি তালিকা তারা হাতে পেয়েছেন। ওই তালিকার তথ্য অনুযায়ী, হতাহত ব্যক্তিদের কেউ কেউ গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্যরা স্থাপনার ভেতরে ছোড়া কাঁদানে গ্যাসের কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হন। আহতদের মধ্যে পুলিশের আটজন কর্মকর্তা রয়েছেন।

তবে ঠিক কী কারণে অত্যন্ত সুরক্ষিত একটি নিরাপত্তা স্থাপনার ভেতরে গোলাগুলির ঘটনা ঘটল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া বিষয়টি নিয়ে মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাব কোনো মন্তব্য করা হয়নি।

উত্তর সিনাইয়ে নিরাপত্তা বাহিনী ইসলামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে বছরব্যাপী লড়াই করছে।

Link copied!