ফের গাজায় হামলা শুরু করল ইসরায়েল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩, ০১:২৭ পিএম
ফের গাজায় হামলা শুরু করল ইসরায়েল
ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজা। ছবি: সংগৃহীত

সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অবরুদ্ধ গাজায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় বিমান হামলার পাশাপাশি রকেট হামলাও চালাচ্ছে তারা।

শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

গাজার কেন্দ্রস্থল নুসেইরাত ও বুরেইজি শরণার্থী শিবিরের সামনে অবস্থানরত ট্যাংক থেকে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এর জবাবে হামাসও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় সপ্তম দিনের যুদ্ধবিরতি শেষ হয়। এর আগে প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। তারপর মেয়াদ আরও দুইদিন বাড়ানো হয়। পরবর্তী সময়ে সেই মেয়াদ শেষে এলে আরও একদিন মেয়াদ বাড়ানো হয়।

এদিকে যুদ্ধবিরতির সপ্তম দিনে বিভিন্ন কারাগারে আটক করা ৩০ ফিলিস্তিনি নাগরিককে মুক্তি দেয় ইসরায়েল। হামাস তাদের কাছে বন্দী ৮ ইসরায়েলি নাগরিককে মুক্তি দেয়। 

Link copied!