• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মুম্বাইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩, ০৯:৪৮ এএম
মুম্বাইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৭

ভারতের মুম্বাইয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৬ জন আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। শুক্রবার (৬ অক্টোবর) ভোর ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গোরেগাঁও এলাকার এমজি রোডে অবস্থিত জয় ভবানী নামের ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে।

আহতদের মধ্যে ৩১ জনকে মুম্বাইয়ের এইচবিটি ট্রমা হাসপাতাল ও ১৫ জনকে কুপার হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ৫ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী, যাদের দুইজন শিশু।
 

Link copied!