• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

সোমালিয়ায় বন্যায় ১৪ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩, ০১:২৯ পিএম
সোমালিয়ায় বন্যায় ১৪ জনের মৃত্যু

দক্ষিণ সোমালিয়ায় প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় কয়েকটি শহর ও গ্রামে বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সেতু, সড়ক ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বহু লোক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্য চলে গেছেন।

রোববার (২৬ মার্চ) আল-অ্যারাবিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, জুবাল্যান্ড রাজ্যের একটি শহরে একই পরিবারের ৩ সদস্যসহ ১৪ জনের মৃত্যু হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ ওলি ইউসুফ সাংবাদিকদের বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি সেতু বন্যায় ভেসে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবের কারণে আটকে পড়া মানুষদের উদ্ধার করা খুব কঠিন হয়ে পড়েছে “

সোমালিয়ায় এ বৃষ্টিপাতে দেশটিতে এপ্রিল-জুনের বর্ষা মৌসুমের আগাম সূচনার আভাস পাওয়া গেছে।

জাতিসংঘের মানবিক রেসপন্স এজেন্সি (ওসিএইচএ) শনিবার এক বিবৃতিতে সতর্ক করে দিয়েছে যে, অঞ্চলটিতে কলেরা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এতে সেখানে জীবনযাত্রার আরও অবনতি ঘটতে পারে।

Link copied!