ভারতে মহারাষ্ট্রের ভান্ডারায় একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেঁপে উঠেছে আশপাশের এলাকা। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা অনলাইন।
আনন্দবাজারের তথ্যমতে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারী দল পৌঁছেছে। উদ্ধারকাজে সহায়তা করছেন স্থানীয়রাও। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে অন্তত ৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ সংস্থা এএনআই জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নাগপুরের কাছে জওহর নগরের ওই অস্ত্র কারখানায় বিস্ফোরণ হয়। এতে কেঁপে ওঠে পুরো এলাকা এবং কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়।
স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সময় ওই কারখানার ভেতরে ১৪ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে দুইজনকে বের করে আনা হয়েছে। উদ্ধার হয়েছে একজনের মৃতদেহ। বাকি ১১ জনের খোঁজে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
ভান্ডারার জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানান, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল এলাকায় পৌঁছেছে। ধ্বংসস্তূপে উদ্ধারকাজ শুরু করেছে তারা। বিস্ফোরণে ধসে পড়েছে কারখানার একটি ছাদ। এর নিচে অন্তত ১২ জন আটকে পড়েছেন বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত তাদের মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদেরও ধ্বংসস্তূপ থেকে বের করে আনার চেষ্টা চলছে।








































