• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

সন্তান নিলে বেতনসহ এক বছরের ছুটি দিচ্ছে চীন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ০৯:৩১ পিএম
সন্তান নিলে বেতনসহ এক বছরের ছুটি দিচ্ছে চীন

এক সন্তান নীতির কারণে জন্মহার আশঙ্কাজনক হারে কমে যায়, বয়োজ্যেষ্ঠদের জনসংখ্যা বেড়ে যাওয়ায় কর্মশক্তির সংকটে পড়ে চীন। এর প্রেক্ষিতে প্রথমে ২ সন্তান নীতি গ্রহণ ও পরে তিন সন্তান নিতেও বাবা-মাকে উৎসাহ দেয় সরকার। 

তারই ধারাবাহিকতায় এবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশে সন্তান গ্রহনে ইচ্ছুক মায়েদের জন্য ঘোষণা হয়েছে এক দারুণ পুরষ্কার। সন্তান জন্ম দেওয়ার পর বেতনসহ এক বছরের মাতৃত্বকালীন ছুটি পাবেন এখানকার নারী কর্মীরা।

রয়টার্স জানায়, বর্তমানে শানজিতে সন্তান নেওয়ার জন্য নারী কর্মীরা ১৬৮ দিনের ছুটি পান। পুরুষদের জন্যেও রয়েছে পিতৃত্বকালীন ছুটি।

তবে নতুন পরিকল্পনায় নারীদের মাতৃত্বকালীন ছুটি এক বছর করতে প্রস্তাব রাখা হয়েছে। আর তৃতীয় সন্তান জন্ম নিলে বাবাদেরও ৩০ দিন ছুটি দিবে সরকার। জনমত জরিপের মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্বে সবচেয়ে বেশি জনসংখ্যার অধিকারী হলেও চীনের অনেক প্রদেশেই জনসংখ্যার বৃদ্ধির হার আশঙ্কাজনক ভাবে কমে গেছে। তাই শানজিসহ ১৪টি প্রদেশে পরিবার পরিকল্পনার নীতি ও আইন সংশোধন করছে দেশটি।

Link copied!