• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

ভারতে নতুন করোনা আতঙ্ক ‘ডেলটা প্লাস’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৬:০৭ পিএম
ভারতে নতুন করোনা আতঙ্ক ‘ডেলটা প্লাস’

করোনার দ্বিতীয় স্রোতে বিপর্যস্ত ভারতে চোখ রাঙাচ্ছে নতুন রূপান্তরিত ধরন ডেলটা প্লাস। মহারাষ্ট্র রাজ্যে এ পর্যন্ত ডেলটা প্লাস ধরনে আক্রান্ত ৪৫ জন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের বরাতে এনডিটিভি জানিয়েছে, জলগাঁও জেলায় সর্বোচ্চ ১৩, রত্নগিরি জেলায় ১১, বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে ৬, থানেতে ৫ ও পুনেতে ৩ জন ডেলটা প্লাস করোনায় সংক্রমিত হন। পরীক্ষাগারে জিনোম সিকোয়েন্সের পর ৮০ শতাংশ নমুনাতেই ডেলটা প্লাস ধরনের উপস্থিতি শনাক্ত হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, মহামারি এখনও শেষ হয়নি। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ চলে গেছে তবে করোনা প্রতিরোধের দায়িত্বটা আমাদেরই। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

পুনে, আহমেদনগর, সোলাপুর, সাংলি, সাতারা, সিন্ধুদর্গ, রত্নগিরি - এই জেলাগুলোকে করোনার নতুন ধরন নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই জেলায় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন তিনি।

করোনা সংক্রমণের কারণে বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ ভারত। সর্বোচ্চ শনাক্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।

Link copied!