সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে হায়দারাবাদ হাউজে নতুন গাড়ি নিয়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর কয়েকটি সফরেই তার সঙ্গে ছিল মার্সিডিজ মেবাক এস৬৫০ গাড়িটি।
হিন্দুস্তান টাইমস জানায়, ১২ কোটি রুপির মার্সিডিজ-মেবাক এস৬৫০ গার্ড গাড়িটিতে আছে ভিআর-১০ স্তরের সুরক্ষাব্যবস্থা।
কালো লিমুজিন গাড়িটির কাচও কালো রঙের। এটি বুলেটপ্রুফ ও ব্লাস্টপ্রুফ। দুই কিলোমিটার দূরত্ব থেকে ১৫ কেজির বিস্ফোরণেও এর তেমন কোন ক্ষতি হবে না।
মাইন বিস্ফোরণ ঠেকাতেও গাড়ির নিচে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। গাড়ির চারটি চাকাই ফ্ল্যাট টায়ারের। অর্থাৎ টায়ার পাংচার করেও দুর্ঘটনার কবলে ফেলা যাবে না গাড়িটিকে।
এর ৬.০ লিটার টুইন টার্বো ভি ১২ ইঞ্জিনের শক্তি ৫০০ হর্সপওয়ার। তবে নিরাপত্তা বিবেচনায় গাড়িটির প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতেই চলবে।
গত ভারতের বছর বাজারে আসা মার্সিডিজ-মেবাক এস৬০০ গার্ডের দাম ছিল ১০.৫ কোটি রুপি। তাই ধারণা করা হচ্ছে এস৬৫০ মডেলটির দাম ১২ কোটিরও বেশি হতে পারে।
মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদি চড়তেন বুলেটপ্রুফ মহিন্দ্রা স্কর্পিওতে। প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৪ সালে বিএমডাব্লুতে চড়তে দেখা যায় তাকে। এরপর রেঞ্জ রোভার আর টয়োটা ল্যান্ড ক্রুজারও ব্যবহার করেন তিনি।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































