• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

বন্যায় ধসে পড়লো ভারতের ৯০ বছর পুরানো সেতু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২২, ০৫:৪৩ পিএম
বন্যায় ধসে পড়লো ভারতের ৯০ বছর পুরানো সেতু

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের বেশ কয়েকটি রাজ্যে। শনিবার পর্যন্ত বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। 

এদিকে প্রবল বন্যায় ধসে পড়েছে হিমাচল প্রদেশের ৯০ বছরের পুরানো একটি রেল সেতু। এতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

কাঙ্গরা জেলার চাক্কি নদীর ওপর অবস্থিত সেতুটির দৈর্ঘ্য ২ হাজার ৬২৪ ফুট। ১৯২৮ সালে ব্রিটিশ শাসনামলের নির্মিত সেতুটি কয়েকদিনের প্রবল বন্যায় দুর্বল হয়ে ধসে পড়ে।

খরস্রোতা নদী এর কয়েকটি স্তম্ভ ভাসিয়ে নিয়ে যায়। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে সেতু ধসের ভয়াবহ দৃশ্য।

হিমাচলের সঙ্গে পাঞ্জাব রাজ্যের যোগাযোগের অন্যতম মাধ্যম এই রেলপথ। তাই দুর্ঘটনার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে দুই রাজ্যের রেল যোগাযোগ।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!