• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

পশ্চিমতীরে ইসরায়েলি অভিযানে ৫ ফিলিস্তিনি নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৬:২৬ পিএম
পশ্চিমতীরে ইসরায়েলি অভিযানে ৫ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে ফিলিস্তিনি ইসরায়েলি সেনা অভিযানে ৫ জন নিহত হয়েছে। আল-জাজিরা জানায়, রোববার (২৬ সেপ্টেম্বর) পশ্চিম তীরের জেনিন ও জেরুজালেমে অভিযান চালায় ইসরায়েল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ হ্যালায়েল জানান, উত্তর-পশ্চিম জেরুজালেমের বিদ্দু গ্রামে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

এছাড়াও ইসরাইলি বাহিনীর অভিযানে জেনিন শহরের দক্ষিণ-পশ্চিমে বুরকিন গ্রামের দুই বাসিন্দা নিহত হয়।

তবে ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, বিদ্রোহী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানের সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের বন্দুকযুদ্ধে হয়। এতে চার ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেন, পশ্চিম তীরে অভিযানে নিহত হামাসের সন্ত্রাসীরা হামলা চালানোর পরিকল্পনা করছিল।

এছাড়াও সেনা দুই ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনিদের মধ্যে এটি ছিল সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এটি।

এর আগে মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে ১১ দিনের যুদ্ধে অন্তত ২৫৬ ফিলিস্তিনি ও ১৩ ইসরায়েলি নাগরিক নিহত হয়।

Link copied!