জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আবাসন সংকট। তাই প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে ঘরবাড়ি তৈরি করছে মানুষ। আর মানুষের কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। যার ফল ভোগ করছে নিরীহ বন্যপ্রাণীরাও।
যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে দেখা গেল এমন এক দৃশ্য। দুই বছর ধরে গলায় গাড়ির টায়ার নিয়ে বনেজঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল বড় প্রজাতির একটি হরিণ বা এল্ক। সম্প্রতি বনবিভাগের কর্মকর্তারা এল্কটির গলা থেকে টায়ারটি অপসারণ করেন।
সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, সাড়ে চার বছর বয়সী, ২৭০ কেজি ওজনের এল্কটিকে ডেনভারের দক্ষিণ-পশ্চিমে পাইন জংশনের কাছ থেকে উদ্ধার করা হয়। বনবিভাগের কর্মকর্তারা চতুর্থবারের চেষ্টায় এটিকে ধরতে সফল হন।
তবে দুর্ভাগ্যজনকভাবে টায়ারের ভেতর ইস্পাতের পাত থাকায় তারা এটিকে কেটে বের করতে পারেননি পারেনি। ফলে এটি অপসারণের জন্য এল্কটির বিশাল শিং কেটে ফেলতে হয়।
বন বিভাগের কর্মকর্তা স্কট মারডক বলেন, “আমরা টায়ারটা টুকরো টুকরো করে কেটে ফেলতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে হরিণটির শিং কাটা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না।”