• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

খাবারের দাম অসহনীয় পর্যায়ে, শ্রীলঙ্কায় জরুরি অবস্থা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০২:২৯ পিএম
খাবারের দাম অসহনীয় পর্যায়ে, শ্রীলঙ্কায় জরুরি অবস্থা

মুদ্রার বিনিময় হার কমে যাওয়ায় ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। দেশটির ১ রুপির মূল্য বর্তমানে বাংলাদেশে ৫০ পয়সার কম।

এর ফলে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছে জনগণ। মুদ্রাস্ফীতির প্রভাবে চাল, আটা, চিনি, তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ব্যাপক হারে বেড়েছে। তেল ও বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসের দামও চলে যাচ্ছে জনসাধারণের ক্রয়ক্ষমতার বাইরে।

এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মজুত ঠেকাতে জরুরি অবস্থার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কার পার্লামেন্ট। বিবিসি জানায়, ডলারের বিপরীতে রুপির মূল্য ৭ দশমিক ৫ শতাংশ কমে যাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক রাখতে নতুন নীতিমালাও জারি করা হয়েছে। শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস পর্যটন খাত। তবে মহামারির করোনায় দেশটির পর্যটন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অর্থনীতিতেও ধস নামতে শুরু করেছে।

Link copied!