• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

কে হচ্ছেন আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ০৬:০৩ পিএম
কে হচ্ছেন আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট?

রোববার সকালে বিদ্রোহীরা কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পরই প্রেসিডেন্ট আশরাফ গনি ও মার্কিন কূটনীতিকর সঙ্গে ক্ষমতা হস্তান্তরের জন্য সমঝোতা করতে প্রেসিডেন্টের বাসভবনে আসেন তালেবানের নেতা আবদুল গনি বারাদার। সূচনালগ্ন থেকেই একাধারে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা, প্রধান কুশলী, আর শান্তি প্রক্রিয়ার সমঝোতাকারী হিসেবে কাজ করে আসছেন এই নেতা।

তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন বারাদার। কাতারের দোহায় আফগান শান্তি আলোচনা কমিটিরও সদস্য তিনি। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান, পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নেশনস, ভারতের হিন্দুস্তান টাইমসঅশ দেশি বিদেশী নানা গণমাধ্যমে দেশটির সম্ভাব্য নতুন প্রেসিডেন্ট হিসেবে মৌলানা আবদুল গনির নামই শোনা যাচ্ছে। যদিও তালেবানের পক্ষ থেকে এখনো কোন আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

১৯৬৮ সালে আফগানিস্তানের ওরুজগান প্রদেশের উইটমাক গ্রামে জন্মগ্রহণ করেন এই তালেবান নেতা। ১৯৮০ সালে ১৯৮০ সালে আফগানিস্তানে সোভিয়েত বিরোধী যুদ্ধেও লড়াই করেন তিনি।

তালেবান শাসনামলে ১৯৯৬ থেকে ২০০১ সাল সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিযুক্ত ছিলেন বারাদার। হেরাত আর নিমরোজের গভর্নরও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদেও ছিলেন তিনি।

রবিবার সন্ধ্যায় দেশ ছেড়ে পালিয়ে যান আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপরই কাবুলে প্রেসিডেন্ট ভবনের নিয়ন্ত্রণ নেয় তালেবান। রাতে আল-জাজিরার ভিডিও ফুটেজে প্রেসিডেন্টর প্রাসাদে তালিবানি নেতাদের ঘোরাফেরা করতে দেখা যায়।

তালেবান নেতাদের বরাতে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানায়, আফগানিস্তানের নাম ‘ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান’ ঘোষণা করতে যাচ্ছে নতুন সরকার। আর সরকার প্রধান হিসেবে দেখা যেতে পারে আবদুল গনিকে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!