• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

কয়লাবিদ্যুৎ ব্যবহার বন্ধে ৪০ দেশের অঙ্গীকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ০৬:৫৯ পিএম
কয়লাবিদ্যুৎ ব্যবহার বন্ধে ৪০ দেশের অঙ্গীকার

স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে কয়লার ব্যবহার থেকে সরে আসার অঙ্গীকার করেছে বিশ্বের ৪০টিরও বেশি দেশ। দেশের অভ্যন্তরে কিংবা বাইরে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কোন প্রকল্পে অর্থ বিনিয়োগ না করার ঘোষণা দিয়েছে তারা।

বিবিসি জানায়, বিশ্বের কয়লা ব্যবহারকারী প্রধান দেশগুলোর মধ্যে পোল্যান্ড, ভিয়েতনাম এবং চিলি এই ঘোষণাপত্রে স্বাক্ষর করে। তবে সর্বোচ্চ কয়লা ব্যবহারকারী দেশ অস্ট্রেলিয়া, ভারত, চীন ও যুক্তরাষ্ট্র এতে সই করেনি।

যদিও ধনী দেশগুলো ২০৩০ সালের মধ্যে ও দরিদ্র দেশগুলো ২০৪০ সালের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ ব্যবহার বন্ধে একমত হয়েছে এসব দেশ। পাশাপাশি কয়েকটি ব্যাংকও কয়লা শিল্পে বিনিয়োগ না করার অঙ্গীকার করেছে।

জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কয়লার মতো জীবাশ্ম জ্বালানীর ব্যবহার। বিশ্বব্যাপী কয়লার ব্যবহার কমতে শুরু করলেও এখনও ৩৭ শতাংশ বিদ্যুৎ উৎপাদন কয়লা থেকেই হচ্ছে।

তাই কয়লার ব্যবহার বন্ধ নিশ্চিত করে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে কপ২৬ জলবায়ু সম্মেলনে যোগ দেওয়া দেশগুলো।

Link copied!