• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৮:৩৩ পিএম
ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬৫

ইয়েমেনের তেল সমৃদ্ধ উত্তরাঞ্চলের শেষ প্রান্তে সরকারি বাহিনীর শক্ত ঘাঁটি মারিবে আক্রমণ চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দুপক্ষের সংঘর্ষে অন্তত ৬৫জন নিহত হয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে এক সরকারি সামরিক কর্মকর্তা জানান, “গত ৪৮ ঘণ্টায় সংঘর্ষে সরকারি বাহিনীর ২২ সেনা নিহত ও ৫০ জন আহত হয়েছে। এছাড়াও হুতি বিদ্রোহীদের ৪৩ জন যদ্ধার মারা গেছেন।”

সম্প্রতি সৌদি জোটের বিমান হামলায় বেশ কয়েকজন বিদ্রোহী নিহত হওয়ার পরেও শহরের দক্ষিণের নিয়ন্ত্রণ পেতে অগ্রসর হচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।

জুনে তিন দিনের সংঘর্ষে উভয় পক্ষের ১১১ জন যোদ্ধা মারা যাওয়ার পর মারিবে এটিই হুতিদের সবচেয়ে বড় হামলা।

এর আগে রোববার দেশটির দক্ষিণে ইয়েমেনের বৃহত্তম বিমান ঘাঁটিতে হুতিদের হামলায় সরকারি বাহিনীর অন্তত ৩০ সেনা নিহত হয়।

২০১৪ সালে রাজধানী সানা আক্রমণ করে ইয়েমেনের নিয়ন্ত্রণ নেয় হুতি বিদ্রোহীরা। পরে সৌদি জোটের সহায়তায় ২০১৫ সালের মার্চে পুনরায় ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদি। এরপর থেকেই সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধ চলছে। 

Link copied!