• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৬

আফগানিস্তানে সহায়তা দিচ্ছে না বিশ্বব্যাংক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ১০:০৪ এএম
আফগানিস্তানে সহায়তা দিচ্ছে না বিশ্বব্যাংক

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানদের দখলে যাওয়ায় যেকোনো ধরনের সহায়তা দেওয়া স্থগিত করেছে বিশ্বব্যাংক। 

সিএনএন জানায়, আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণের নিয়ে দেশটির ক্ষমতা দখলে নিয়েছে তালেবান। তালেবানের হাতে দেশটির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় এই সহায়তা দেওয়া স্থগিত করেছে বিশ্বব্যাংক। 

মঙ্গলবার (২৪ আগস্ট) বিশ্বব্যাংকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। 

বিশ্বব্যাংকের মুখপাত্র মার্সেলা সানচেজ বেন্ডার বলেন, “আফগানিস্তানে চলমান পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির উন্নয়ন নিয়ে আমরা চিন্তিত। বিশেষ করে নারীদের ওপর এই পরিস্থিতির প্রভাবের বিষয়টি ভাবিয়ে তুলেছে।”

“তবে বিশ্বব্যাংক আফগানিস্তানে কষ্টার্জিত উন্নয়নমূলক কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখা ও এসব সংরক্ষণের উপায় খুঁজছে।”

আফগানিস্তানে বর্তমানে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, ২০০২ সাল থেকে এ পর্যন্ত দেশটিকে ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছে।

গত ১৫ আগস্ট কাবুলের পতনের মধ্য দিয়ে দ্রুতই আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। ১৯৯৬ সালে ক্ষমতা দখলের পর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা অভিযানের মাধ্যমে ২০০১ সালে পতন হয় তালেবানের। আগস্টের শুরুতে প্রায় ২০ বছর পর আবারও দেশটির নিয়ন্ত্রণ পায় বিদ্রোহীরা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!