• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

আইএস ভেবে ত্রাণকর্মীকে হত্যা করল যুক্তরাষ্ট্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০৯:৩৩ পিএম
আইএস ভেবে ত্রাণকর্মীকে হত্যা করল যুক্তরাষ্ট্র

২৬ অগস্ট কাবুল বিমাবন্দরের বাইরে আত্মঘাতী হামলার জেরে ৩০ অগস্ট আফগানিস্তানের স্থানীয় জঙ্গিগোষ্ঠী আইএস-কে সদস্যদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এ হামলায় রকেট হামলায় প্রস্তুতর আইএস সদস্য নিহত হয় বলে দাবি করে যুক্তরাষ্ট্র।

তবে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বলছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। অনুসন্ধান বলছে, ড্রোন হামলায় কোন আইএস-কে জঙ্গি মারা যায়নি। বরং অভিযানে যুক্তরাষ্ট্রের ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়া এক আফগান কর্মী নিহত হয়। এছাড়াও প্রতিবেদনে উল্লেখ করা হয়, মৃত ব্যক্তির হাতে কোন রকেট ছিল না, পানির পাত্র ছিল।

২৬ অগস্ট কাবুল বিমাবন্দরের বাইরে আত্মঘাতী হামলায় ১৩ জন মার্কিন সেনাসহ অন্তত ১৭০ জন নিহত হন। এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশেই দুটি হামলা চালায় সেনারা। 

বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, এসব হামলায় ১০ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও ছিল। 

মার্কিন ড্রোন হামলার ভিডিও বিশ্লেষণ করে নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট জানায়, ড্রোন হামলায় এজমারাই আহমেদি নামের এক প্রকৌশলী নিহত হন। তিনি ক্যালিফোর্নিয়ার একটি সংস্থায় কর্মরত ছিলেন করতেন। আফগানিস্তানে যুদ্ধ পরিস্থিতির মাঝে ত্রাণ সামগ্রী সর্বরাহ করছিলেন তিনি।

Link copied!