• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

অচেনা ছবি অজানা পথে


জয়নুল আবেদীন
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২, ০২:৪০ পিএম
অচেনা ছবি অজানা পথে

জীবনের আলপনা আঁকা ছিল স্বপ্নভূমিতে
আমি তোমার পানে চেয়েছি সেই ছবিতে।। 
আঁকাবাঁকা জীবনের পথ বড়ই কঠিন,
চাহিতে চহিতে ভুলে যাই চোখের পলকে।। 
দিবস ও রজনী চলে যায় আমার বাহিরে,
অন্তরের ছবি ডুবে যায় নীলিমার অসীমে। 
তুমি রবে তবু আমার অজানা যতনে,
মনের আবিরে স্বপ্নে আঁকা পথে পথে।। 
কি অসুখে জ্বলে অন্তর, দেখা যায় না,
অসীমে ধেয়ে চলে জীবন, বুঝা যায় না। 
দিবস ও রজনী খুঁজে চলি—
অচেনা ছবি, অজানা পথে, আমি তোমারই।।

 

লেখক : কবি ও গীতিকার

Link copied!