• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

রাস্তায় দাড়িয়ে কাজল-কারিনার আড্ডা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২২, ০৯:১৮ পিএম
রাস্তায় দাড়িয়ে কাজল-কারিনার আড্ডা

বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান এবং কাজল মুম্বাইয়ের একই স্থানে শুটিং করছিলেন। এরফাকেই রাস্তায় দাড়িয়ে জম্পেশ আড্ডায় মাতলেন এই দুই তারকা। খরর নিলেন একে অপরের পরিবারের।

কথায় কথায় কারিনা জানালেন তার বোন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। সন্তানের কথা জিজ্ঞেস করতেই প্রায় এক বছর হয়ে যাওয়ার কথা জানায় কারিনা। যা শুনে বেশ অবাক হওয়ার অভিব্যাক্তি দেন কাজল।

কারিনা এবং কাজল তাদের স্বামী সাইফ ও অজয় দেবগনকে নিয়েও কথা বলেন এসময়।

 

আমির খানের সঙ্গে সম্প্রতি ‘লাল সিং চাড্ডা’ সিনেমার কাজ শেষ করেছেন কারিনা কাপুর খান। হলিউডের ফরেস্ট গাম্প সিনেমার রিমেক আমির খানের এই ছবিটি ।

Link copied!