মালদ্বীপ থেকে দেশে ফিরেই নতুন ঘোষণা দিলেন বিদ্যা সিনহা মিম। অভিনয় করতে যাচ্ছেন নতুন ওয়েব ফিল্মে। নাম চূড়ান্ত না হওয়া এই ফিল্মটির জন্য গতকাল চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী।
জানা গেছে, আবেগপ্রবণ গল্পের এই ফিল্মটি নির্মাণ করবেন পরিচালক কাজী আসাদ, যিনি এর আগে মোশাররফ করিমকে নিয়ে ‘আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করেছিলেন।
পরিচালক বলেন, ‘মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী এবং গ্ল্যামারাস অভিনেত্রী। সচরাচর তাকে গ্ল্যামার লুকেই দেখি। কিন্তু মজাটাই ওখানে যে, তাকে কিভাবে ভেঙে নতুন ধরনের চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে হাজির করা যায়। আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছি। আশা করছি দর্শকরা আমার কথা মিলিয়ে নিতে পারবেন।’
কাজের প্রস্তাব অনেক পেলেও গল্প বা আনুষাঙ্গিক বিষয়গুলো ভালো লাগে না বলে সেভাবে কাজ করছেন না মিম। জানিয়েছেন, এই গল্পটা ভালো লেগেছে। আর তাই চুক্তিবদ্ধ হয়েই স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত হয়ে পরেছেন।
মিম বলেন, ‘এটা অনেকেই জিজ্ঞেস করেন যে কাজ কম করছি কেন। কারণ তো ওইটাই, মিলছিল না। কাজী আসাদ যখন এই গল্পটা শোনালেন এবং আমি তার আগের কাজটা দেখলাম, আমার মনে হলো কাজটা করা দরকার।’
তবে এ সিনেমায় কেমন চরিত্রে অভিনয় করবেন তা নিয়ে কোনো আভাস দেননি অভিনেত্রী। শুধু জানিয়েছেন, গল্পে একটা দারুণ কিছু হবে, আর সেটা হবে তার চরিত্রের জার্নির মধ্য দিয়ে।
জানা গেছে, চলতি মাসেই শুরু হবে ফিল্মটির শুটিং। তবে কবে নাগাদ মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।
বলা দরকার, এর আগে ২০১৯ সালে অনিমেষ আইচের ‘বিউটি এন্ড বুলেট’ এবংগোলাম সোহরাব দোদুলের ‘নীল দরজা’ ওয়েবে কাজ করেছেন মিম।

































