সরকারি অনুদানের সিনেমা ‘ক্ষমা নেই’-এর দৃশ্যধারণের প্রথম লটের কাজ শেষ হয়েছে। ৮ নভেম্বর (সোমবার) থেকে রাজধানীর অদূরে পূবাইল ও মানিকগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হয়। চলে ১৪ নভেম্বর পর্যন্ত।
মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন জেড এইচ মিন্টু। এর আগে তিনি চিত্রগ্রাহক হিসেবে বিভিন্ন সিনেমায় কাজ করেছেন। ছবিতে প্রধান দুই চরিত্রে আছেন ফেরদৌস ও স্পর্শিয়া। যদিও পরিচালকের দাবি, এই ছবিতে কোনো নায়ক-নায়িকা নেই।
‘ক্ষমা নেই’ ছবিটির গল্প লিখেছেন শেখ ফজলুর রহমান মারুফ, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে। এ প্রসঙ্গে নির্মাতা মিন্টু বলেন, “মারুফ ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। তিনি সুন্দর একটি গল্প দিয়েছেন বলেই সরকার অনুদান দিয়েছে। মুক্তিযুদ্ধ ও পঁচাত্তরের ১৫ আগস্ট-পরবর্তী বদলে যাওয়া রাজনীতির গল্প তুলে ধরব ছবিটিতে।”
‘শুভদা’, ‘চন্দ্রনাথ’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘চাঁদনী’, ‘আত্ম অহংকার’, নিঝুম অরণ্য’সহ দেড় শতাধিক ছবির চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু।