ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খান নানা রকম কর্মকাণ্ড দিয়ে খবরের শিরোনামে থাকেন। তবে এবার ভিন্ন এক পরিচয়ে হাজির হয়েছেন তিনি। প্রথমবারের মতো বিচারকের আসনে দেখা যাবে ঢাকাই সিনেমার এই অভিনেতাকে। সেখানে বিচারকের আসনে বসেই সুদর্শন পুরুষ ও নারী খুঁজে বের করবেন তিনি।
শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিস্টার এন্ড মিসেস গ্ল্যামার’ (সিজন ৩)-এর ফাইনাল রাউন্ডে তিনি বিচারকার্যের মাধ্যমে সেরা সুদর্শন পুরুষ ও নারী খুঁজে বের করবেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জায়েদ খান নিজেই।
প্রথমবারের মতো বিচারকের আসনে বসা প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘‘প্রথমবার এমন অভিজ্ঞতা হবে আমার। আমি দারুন উত্তেজিত অবস্থায় আছি। তবে পুরো প্রতিযোগিতা এতদিন চলেছে। আজ ফাইনাল। এটা জাজমেন্টের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। একটা নতুন অভিজ্ঞতা হবে।’’
অভিনেতা আরও বলেন, ‘‘দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছি। এসব নিয়ে আমার অভিজ্ঞতা আছে। আমার ধারণা, সেটা মূল্যায়ন করে আয়োজক কর্তৃপক্ষ আমাকে ডেকেছেন। এজন্য সম্মানিত বোধ করে ফাইনাল রাউন্ডে থাকছি।’’
এর আগে গত আগস্ট থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে পুরুষ ও নারীরা উভয়ই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকে একাধিক ধাপ অতিক্রমের মাধ্যমে শুক্রবার অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড।