• ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

কনসার্টে গিয়ে ক্যামেরায় ধরা পড়লেন হুমা-রাচিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৫:৫৬ পিএম
কনসার্টে গিয়ে ক্যামেরায় ধরা পড়লেন হুমা-রাচিত

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি ও অভিনয় প্রশিক্ষক রাচিত সিংয়ের প্রেমের কথা আগেই শোনা গিয়েছিল। চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাগদানের খবর শোনা যায়। ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যখন তুঙ্গে ঠিক তখনই মাই গ্ল্যাম ফেস্টে দু’জনকে একসঙ্গে দেখা গেল। প্রকাশ্যে চুম্বনও বাদ গেল না।

সম্প্রতি হিমেশ রেশামিয়ার কনসার্টে হুমা–রাচিতকে পাশাপাশি দাঁড়িয়ে সঙ্গীত উপভোগ করতে দেখা যায়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, হুমাকে জড়িয়ে ধরে তার মাথায় চুম্বনও দিচ্ছেন রাচিত।

আরেকটি ভিডিওতে দেখা যায়, রাচিতকে ক্যামেরায় তাদের উপস্থিতি সম্পর্কে সতর্ক করছেন হুমা। অভিনেত্রীর সতর্কবার্তা শোনার পর রাচিত তৎক্ষণাৎ হাত সরিয়ে এক পা পিছিয়ে যান। এই দৃশ্যও নেট দুনিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে। কনসার্টে হুমা ও রাচিতের সঙ্গে উপস্থিত ছিলেন মুনাওয়ার ফারুকি এবং তার স্ত্রী মেহজাবিন কোটওয়ালা।

অন্যদিকে, হুমা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্টের কয়েকটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে ‘হুক্কা বার’ গানটিতে নাচতে দেখা যায়।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে হুমা ও রাচিতকে একাধিকবার একসঙ্গে দেখা যাচ্ছে। তাদের সম্ভাব্য বাগদান নিয়ে জোর আলোচনা চললেও এই বিষয়ে এখনো পর্যন্ত কেউই কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি। সম্পর্কের অবস্থা সম্পর্কেও তারা প্রকাশ্যে কিছু জানাননি।

হুমা কুরেশিকে সম্প্রতি দেখা গেছে ‘দিল্লি ক্রাইম ৩’ এবং ‘মহারানি ৪’-এ। অন্যদিকে, রাচিত সিং বলিউডে অভিনয় প্রশিক্ষক হিসেবে কাজ করছেন এবং ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। সূত্র: দ্য ওয়াল ও এনডিটিভি

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!