• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২,

১১ মাস পরেও কেন শুটিংয়ে গড়ায়নি নিরব-পরীমণির ‘গোলাপ’?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৭:৩৮ পিএম
১১ মাস পরেও কেন শুটিংয়ে গড়ায়নি নিরব-পরীমণির ‘গোলাপ’?

চলতি বছরের শুরুতে ঘোষণা আসে ‘গোলাপ’ সিনেমার। এতে অভিনয় করবেন নিরব হোসেন ও পরীমণি। পরিচালনায় আছেন সামছুল হুদা। ফেব্রুয়ারিতে শুটিং শুরুর কথা থাকলেও ১১ মাসে একদিনও ক্যামেরা ওপেন হয়নি। 

শুটিং বিলম্বের বিষয়ে পরিচালক জানান, গল্পগত জটিলতা ও কিছু অভ্যন্তরীণ কারণে এ বছর শুটিং শুরু করা সম্ভব হয়নি। গল্প সংশোধন ও সাজানোর কাজ শেষ করে আগামী বছরের ফেব্রুয়ারিতে নতুন করে শুটিং শুরুর পরিকল্পনা করছেন। অভিনয়শিল্পীদের সঙ্গেও নতুন শিডিউল নিয়ে আলোচনা হয়েছে। 

খানিকটা ব্যাখ্যা করে নিরব বলেন, “ভালো একটি সিনেমা উপহার দিতে চাই বলেই গল্প নিয়ে আমরা বেশ খুঁতখুঁতে ছিলাম। কিছু পরিবর্তন ও নতুন দৃশ্য যোগ হয়েছে। চিত্রনাট্যও প্রায় শেষ। আশা করছি, নতুন বছরেই শুটিং শুরু করতে পারব।” 

গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘গোলাপ’ একটি পলিটিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা। ছোট শহরের রাজনৈতিক টানাপড়েন, অ্যাকশন ও থ্রিল মিলিয়ে গল্প লিখেছেন অনিক বিশ্বাস।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!