• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

এবার প্রবাসীদের জন্য গান করলেন মুজিব পরদেশী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৪, ২০২৩, ০৯:১৮ পিএম
এবার প্রবাসীদের জন্য গান করলেন মুজিব পরদেশী

প্রবাসীদের কষ্টের জীবন নিয়ে দীর্ঘদিন পর গানে ফিরলেন বাংলা লোকগানের জীবন্ত কিংবদন্তি মুজিব পরদেশী। ‘মা যেন না জানে’ শিরোনামের গানটিতে পিতা-মাতা, ভাই-বোন, বন্ধু-স্বজন, দেশ, গ্রামকে প্রতিনিয়ত অনুভব করা, মাতৃভূমি থেকে সুদূর প্রবাসে কষ্টের দিন যাপন করা সবকিছুই চমৎকারভাবে ফুটে উঠেছে।

গানটির কথা লিখেছেন তরুণ গীতিকার কামরুল নান্নু। সুর করেছেন নিশীথ সূর্য। সঙ্গীত আয়োজন করেছেন অভিজিৎ জিতু। গানটির ভিডিওতে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা কয়েকজন প্রবাসী। বিশেষ করে নিউইয়র্ক, লন্ডন, লিসবন এবং দুবাইয়ের প্রবাসীরা মডেল হয়েছেন।

গানটি সম্পর্কে গীতিকার কামরুল নান্নু বলেন, ‘শ্রদ্ধেয় মুজিব পরদেশী–এদেশের লোক সঙ্গীতের একজন প্রবাদ-পুরুষ। তাঁর কণ্ঠ পর্যন্ত আমার লেখা পৌঁছাতে পেরেছে এতেই আমি ভীষণ আনন্দিত। আর এটা সম্ভব হয়েছে কেবল এই গানের সুরস্রষ্টা নিশীথ সূর্য ভাইয়ের আন্তরিক ইচ্ছায়। আমাদের প্রবাসী ভাই-বোনদের আবেগ,অনুভূতি নিয়ে আমি গানটির কথা সাজানোর চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে।’

অন্যদিকে সুরকার নিশীথ সূর্য বলেন, ‘মুজিব পরদেশীর কণ্ঠে লোকগান ছোট থেকেই হৃদয়ে রাখি। তাঁকে নিয়ে গবেষণাধর্মী বহু কাজ করা হয়েছে আগে। কিন্তু কখনও আমার সুরে তিনি গান করবেন তা কস্মিনকালেও ভাবিনি। গীতিকার কামরুল নান্নুর চমৎকার লিরিক পাওয়ার পর মনে হলো গানটি শ্রদ্ধেয় মুজিব পরদেশী করলে আলাদা একটা মাত্রা পাবে। তার মতো লোকগানের রাজা আমার সুরে গান করেছেন এটাই তো জীবনের পরম পাওয়া।’

এ নিয়ে কণ্ঠশিল্পী মুজিব পরদেশী বলেন, ‘প্রবাসীদের জন্য গানটি গাওয়ার প্রস্তাব যখন নিশীথ আমাকে দেয় তখন না করতে পারিনি। নিশীথের লোকজ সুর ভালো লেগেছে। কামরুল নান্নুর সহজ সরল গানের কথা মুগ্ধ করেছে। তবে মুগ্ধতার সবচেয়ে বড় কারণ প্রবাসীরা। আমি নিজেও প্রবাস জীবন কাটিয়েছি। আমি জানি দেশ ছেড়ে বাইরে থাকলে মন কতটা পোড়ে। আর অসংখ্য প্রবাসি ভক্ত আছেন যারা আমার গানকে পছন্দ করেন। তাঁদের জন্য কিছু একটা করার তাগিদ থেকেই গানটা করি। অভিজিৎ জিতুর সঙ্গীত আয়োজনে বহুদিন পর গানটা করে আনন্দ পেয়েছি।’

গানটি সুরকার ‘নিশীথ সূর্য’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজ অবমুক্ত করা হয়েছে।

Link copied!