• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
শিল্পীসমাজের প্রশ্ন

নির্বাচন এলেই কেন সাধারণ মানুষের মৃত্যু হয়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩, ০৭:২৭ পিএম
নির্বাচন এলেই কেন সাধারণ মানুষের মৃত্যু হয়
চলচ্চিত্র পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের অবস্থান কর্মসূচি ও মানববন্ধন। ছবি : সংবাদ প্রকাশ

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এফডিসিতে চলচ্চিত্র পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচন এলেই কেন সাধারণ মানুষের মৃত্যু হয়? এমন প্রশ্ন তুলেছেন বক্তারা।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে বিএফডিসি চত্বরে ‘আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও শিল্পীসমাজ’ শীর্ষক অবস্থান কর্মসূচি পালন করেছে চলচ্চিত্র তারকা ও সংশ্লিষ্টদের সংগঠন ‘সম্মিলিত চলচ্চিত্র পরিষদ’ ও ‘আমরা শিল্পীসমাজ’।

এ কর্মসূচিতে অংশ নেন সূচন্দা, অঞ্জনা, নূতন, তারিন, ফেরদৌস, রিয়াজ, নিপুণ, মুশফিকুর রহমান গুলজারসহ আরও অনেকে।

মানববন্ধনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেন, “সাধারণ মানুষের চলাচলের বাহন হলো বাস। সেই বাসেই এখন লোকজন উঠতে ভয় পাচ্ছেন। কর্মক্ষেত্রে ঠিকমতো যেতে পারছেন না। এতে প্রভাব পড়ছে তাদের আর্থিক সংস্থানের ওপর।”

চিত্রনায়ক ফেরদৌস বলেন, “আপনারা যারা মানবাধিকারের কথা বলেন, তারা কি ভুলে গেছেন যে আগুন-সন্ত্রাস মানবাধিকার লঙ্ঘন। মানুষকে পুড়িয়ে মারা মানবাধিকার লঙ্ঘন। আপনারা মানবাধিকারের কথা বলেন, অথচ নিজেরাই জ্বালাও-পোড়াও করছেন। সামনে নির্বাচন। আমরা সবাই চাই একটা উৎসবমুখর পরিবেশের মাধ্যমে তা অনুষ্ঠিত হোক। দেশের জনগণ কখনো অশান্তি চায় না।”

Link copied!