• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

দক্ষিণি অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৩, ০৯:৫১ পিএম
দক্ষিণি অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ রেঞ্জুষা মেনন মারা গেছেন। তবে তার মৃত্যুটি স্বাভাবিক নয়। তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দেশটির সংবাদমাধ্যমের মতে, মালায়লাম সিরিয়াল ও সিনেমার অত্যন্ত পরিচিত মুখ রেঞ্জুষার মরদেহ সোমবার (৩০ অক্টোবর) সকালে তিরুঅনন্তপুরুমের নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। রেঞ্জুষা একা নন, ওই ফ্ল্যাটে তার স্বামীও থাকতেন। তিনিও টিভি ইন্ডাস্ট্রিতে কর্মরত।

জানা যায়, শাড়ি দিয়ে গলায় প্যাঁচ দেওয়া অবস্থায় অভিনেত্রীকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান, আত্মহত্যা করেছেন রেঞ্জুষা।

অভিনেত্রীর মায়ের দাবি, বেশ কিছুদিন ধরে অর্থ সংকটে ভুগছিলেন শিল্পী। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিলেন কিনা—তা জানা যায়নি।

জানা যায়, দক্ষিণি টিভি সিরিয়ালে মুখ্য চরিত্রে নিয়মিত পাওয়া যেত তাকে। অভিনয় করেছেন ‘এন্তে মাথাভু’, ‘মিসেস হিটলার’-এর মতো সিরিয়ালে। বর্তমানে প্রচার হচ্ছিল ‘আনন্দরাগম’ নামের ধারাবাহিক। এছাড়াও ‘ভারান ডক্তারানু’ সিরিয়ালে কৌতুক চরিত্রে দর্শকদের নজর কাড়েন রেঞ্জুষা। 
সিনেমা-টিভিতে অভিনয় ছাড়াও উপস্থাপনা ও নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। বেশ কিছু রান্নার শো-এর সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে তাকে। ভারতনাট্যম নৃত্যশিল্পী হিসেবেও তার নাম ছিল। তার অভিনীত ছবির মধ্যে আছে—‘সিটি অব গড’, ‘মেরিকুনদুরু কুনজাদু’।

Link copied!