বুবলীর ‘স্ক্যান্ডাল’ নিয়ে মুখ খুললেন শাকিব খান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩, ০৮:৫২ এএম
বুবলীর ‘স্ক্যান্ডাল’ নিয়ে মুখ খুললেন শাকিব খান
শাকিব খান ও বুবলী। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। নিজের সাবেক স্ত্রী প্রসঙ্গে শাকিব বলেন, “বুবলীর অনেক ‘স্ক্যান্ডাল’ শুনেছি। আমার জীবনে বুবলীর কোনো অস্তিত্ব নেই।”

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার কিং খান খ্যাত এই অভিনেতা জানান,  ফারজানা মুন্নীর মতো বাকিদের স্ত্রীরা বুবলীর স্ক্যান্ডাল নিয়ে মুখ খুলেননি। যে কারণে এগুলো প্রকাশ্যে আসেনি।

শাকিব খান আরও বলেন, “দুইবার এমন ঘটনা আমি আমার ঘাড়ে নিয়েছি। আমার ওপর দিয়ে দোষ গেছে, আমি চুপ করে বসে ছিলাম। তাদের বিরুদ্ধে কখনো কিছু বলতে চাইনি। আজও বলছি না। কাউকে বলছি না যে, তাপসের বউ আমাকে কী বলেছেন।”

নিজের জীবনে বুবলীর কোনো অস্তিত্ব নেই জানিয়ে এই অভিনেতা বলেন,“আমার জীবনে যে মানুষের কোনো অস্তিত্ব নেই, তাকে (বুবলী) নিয়ে আমি কথা বলতেই চাই না। যার সঙ্গে আমার সম্পর্ক নেই, তাকে নিয়ে অনধিকার চর্চা কেন করতে যাব? অনেকে হয়তো মনে করছে, আমার সঙ্গে তার (বুবলী) কিছু একটা সম্পর্ক আছে।”

কিছুদিন আগেই দরদ সিনেমার শুটিং শেষে দেশে ফিরেছেন শাকিব খান। এরপরেই বুবলী প্রসঙ্গে এমন কথা বলেন শাকিব খান।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!