• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শাকিবের প্রচুর রাগ : বুবলী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪, ০৯:৫০ পিএম
শাকিবের প্রচুর রাগ : বুবলী
শাকিব খান ও বুবলী। ছবি : সংগৃহীত

“তার রাগ প্রচুর। রেগে গেলে চুপ হয়ে যান, তবে প্রকাশ করেন না। বুঝে নিতে হয়। আমিও তখন চুপচাপ হয়ে যাই। তাকে বোঝাতে চেষ্টা করি। রাগটা সঠিক হলে বোঝাতে চাই। আর না হলে সময় নিই যে তিনি হয়তো বুঝতে পারবেন।” 

নায়ক শাকিব খান সম্পর্কে এভাবেই মূল্যায়ন করছিলেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী শবনম বুবলী।

বিভিন্ন বিতর্কিত প্রশ্নের জবাব দিতে বেসরকারি টেলিভিশন নাগরিকের ‘বলা না-বলা’ অনুষ্ঠানে হাজির হন বুবলী।

নাগরিকের অনুষ্ঠানপ্রধান কামরুজ্জামান বাবুর সঞ্চালনায় সোমবার (৮ এপ্রিল) প্রথম পর্ব প্রচারিত হয়। এরপর মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ৮টায় দ্বিতীয় পর্বে আবারও নিজের জীবন সম্পর্কে খোলামেলাভাবে কথা বলেন।

শাকিবের সঙ্গে নিজের রাগের তুলনা করে বুবলী বলেন, “আর উল্টো দিকে আমি সহজে রাগি না। খুব যৌক্তিকভাবে রাগ করি। রাগটা আসলে তেমন নয়, প্রতিক্রিয়া দেখাই। রাগ ভাঙাতে শাকিব খানই এগিয়ে আসেন।”

এক পর্যায়ে প্রশ্ন করা হয়, শাকিব খানের রাগ বুবলী দেখেছেন কি না? বিপরীত দিকে বুবলীর রাগ শাকিব খানই-বা কয়বার দেখেছেন? উত্তরে বুবলী বলেন, “আমাদের দুইজনের মধ্যে একটা মিল আছে, আমি যখন চুপচাপ থাকি তখন চুপচাপ। আবার পরিবারের সঙ্গে থাকলে খুব কথা বলি। শাকিব খান কিন্তু সেটে চুপচাপ থাকেন। আবার যখন বন্ধুমহলে থাকেন তখন খুব আড্ডাবাজ। বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করে।” 

Link copied!