• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

উত্তর আমেরিকার ৬৯ হলে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৩, ০৯:৩৩ এএম
উত্তর আমেরিকার ৬৯ হলে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’

মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে। তবে এ মুক্তি দেশে নয়। শুধু যুক্তরাষ্ট্র ও কানাডার ৬৯টি হলে মুক্তি পাচ্ছে এ সিনেমা।

ছবিসংশ্লিষ্টরা জানিয়েছেন, ধাপে ধাপে দুই দেশের বিভিন্ন প্রদেশে হলসংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা তাদের আছে। মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা মুক্তি নিয়ে দেশে সব সময় উৎসবমুখর পরিবেশ থাকলেও এবার দেখা যাচ্ছে ব্যতিক্রম। এবারই প্রথম ফারুকীর কোনো সিনেমা দেশের আগেই বিদেশে বাণিজ্যিকভাবে বিদেশে মুক্তি পাচ্ছে।

এ সম্পর্কে পরিচালক ফারুকী গণমাধ্যমকে বলেন, “আমার প্রথম উদ্দেশ্য ছিল, ছবিটা মানুষ সিনেমা হলে দেখুক। এ জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। সবাই জানি, আমার এই সিনেমার সেন্সর নিয়ে কী রকম সার্কাস হয়েছে এবং এখনো হচ্ছে। শেষবার যখন আপিল কমিটি থেকে বলা হলো, শনিবার বিকেল মুক্তিতে বাধা নেই, তখন আমরা দেশে এবং উত্তর আমেরিকায় মুক্তির ব্যাপারে প্রস্তুতি নিতে থাকি। এর মধ্যে তথ্য মন্ত্রণালয় নজিরবিহীন ইউটার্ন নেয়। তখন আমরা সিদ্ধান্ত নিই, উত্তর আমেরিকায় মুক্তির পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার।”

এই নির্মাতা আরও বলেন, “শনিবার বিকেল আমার ও আমাদের টিমের কাছে একটা আবেগের নাম। আমাদের অন্যায়ভাবে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরা বাধার পাহাড় ডিঙিয়ে আজ এইখানে।”

দেশের দর্শকরা দেখতে না পারলেও অন্তত প্রবাসী বাঙালিরা দেখতে পাচ্ছেন এ সিনেমা। ফারুকীর সিনেমাপ্রেমীদের এখন এতটুকু নিয়ে আপাতত সন্তুষ্ট থাকতে হবে। আর দেশের দর্শকদের জন্য থাকছে শুধু অপেক্ষার প্রহর। 

Link copied!