• ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২, ২৮ সফর ১৪৪৬

দুই নায়কের নায়িকা নিয়ে গুঞ্জন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ১০:২১ এএম
দুই নায়কের নায়িকা নিয়ে গুঞ্জন
শাকিব খান ও সিয়াম আহমেদ। ছবি : কোলাজ

ঢাকাই সিনেমায় গুঞ্জনের অভাব নেই, গুজবেরও শেষ নেই। নতুন সিনেমার ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয় অভিনয়শিল্পী হিসেবে কে থাকছেন, সেটি নিয়ে গুঞ্জন। শাকিবের নায়িকা হচ্ছেন সাবিলা, ‘তাণ্ডব’-এ সিয়াম আহমেদ ও আফরান নিশো থাকছেন; গত কয়েক বছরে এমন অনেক গুঞ্জনই সত্যি হয়েছে।

কয়েক দিন ধরেই ঢালিউডে আবার নতুন কয়েকটি সিনেমার পাত্র-পাত্রী কে থাকছেন, তা নিয়ে জোর ফিসফাস চলছে। এই গুঞ্জনের তালিকায় শাকিব খান থেকে বুবলী, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, নাজিফা তুষি, তানজিন তিশা—কে নেই? এই গুঞ্জন শুরু হয়েছে ঢালিউডের দুই বড় বাজেটের সিনেমা নিয়ে। এই দুই সিনেমার নায়ক শাকিবের নায়িকা তিশা ও সিয়ামের নায়িকা হিসেবে তুষির কথা শোনা যাচ্ছে। দুই নায়কের নায়িকা নিয়ে গুঞ্জন কি সত্য হতে চলেছে?

নাজিফা তুষি। ছবি: শিল্পীর সৌজন্যে

শাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে। শোনা যাচ্ছে, শাকিবের নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে তানজিন তিশার। সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও সিনেমাসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তরুণ বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ এটি পরিচালনা করবেন। সিনেমাটির শুটিংয়ের জন্য চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবেন শাকিব খান। পরে লুক টেস্টসহ শুটিংয়ের আগের সব কাজ শেষ করে সেপ্টেম্বর থেকেই নেমে পড়বেন শুটিংয়ে।

সূত্রটি নিশ্চিত করে, শাকিবের নায়িকা হিসেবে তিশা প্রায় চূড়ান্ত। শাকিব খানের এর আগের সিনেমায় নায়িকা হিসেবে শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল সাবিলা নূরের কথা। পরে তাকেই নায়িকা হিসেবে দেখা যায়। এবারও সম্ভবত সেই গুঞ্জন সত্যি হচ্ছে। যোগাযোগ করা হলেও সিনেমাটি নিয়ে এখন কোনো কথা বলতে চাননি তানজিন তিশা।

তান্ডব সিনেমার পর নতুন সিনেমার কাজ শুরুতে যাচ্ছেন রায়হান রাফী। কেউ কেউ বলছেন, সিনেমাটির শুটিংও শুরু করে দিয়েছেন। কারণ, এ বছরই সিনেমাটি মুক্তি দিতে চান। হরর সিনেমাটির নাম ‘আন্ধার’। এটা নিয়েই রাফী এখন ব্যস্ত।

তিশাকে নিয়ে গুঞ্জন

শুরুতে শোনা যাচ্ছিল, সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। পরে নায়িকা হিসেবে নাজিফা তুষির যুক্ত হওয়ার কথা শোনা যায়। নতুন করে শোনা যাচ্ছে, সিনেমাটিতে চঞ্চল চৌধুরীও রয়েছেন। সিনেমার চিত্রনাট্যের প্রচ্ছদের ছবি পোস্ট করেছেন সিনেমাটির চিত্রগ্রাহক সুমন সরকার। তাঁকে অভিনন্দন জানিয়েছেন সিনেমার আরেক অভিনেতা চঞ্চল চৌধুরী। এ থেকেই ভক্তরা দুই দুইয়ের চার মিলিয়েছেন।

Link copied!