• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২, ২৬ সফর ১৪৪৬

পুরুষ সম্পর্কে অভিজ্ঞতা জানালেন বাঁধন, প্রভাব ফেলেছিলেন যারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০২:০২ পিএম
পুরুষ সম্পর্কে অভিজ্ঞতা জানালেন বাঁধন, প্রভাব ফেলেছিলেন যারা
আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন। সেখানে নিজের মতামত ও বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে। সর্বশেষ এক পোস্টে পুরুষদের নিয়ে নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করলেন বাঁধন। 

বাঁধন বলেছেন, তিনি পুরুষদের ঘৃণা করেন না, বরং ঘৃণা করেন পিতৃতন্ত্রকে এবং নারী-পুরুষ উভয়কেই, যারা এই ব্যবস্থা টিকিয়ে রাখে।

বাঁধন আরও বলেন, তার জীবনের কিছু পুরুষ তার ব্যক্তিত্ব গঠনে গভীর প্রভাব রেখেছেন। এদের মধ্যে তার বাবা অন্যতম, যিনি তাকে বহুভাবে গড়ে তুলেছেন। এ ছাড়া ‘রেহানা’ চলচ্চিত্রের পরিচালক সাদের প্রভাবও তিনি গভীরভাবে অনুভব করেন।

বাঁধন তার দুই ভাইয়ের কথাও বিশেষভাবে উল্লেখ করেন। তাদের সঙ্গে মতপার্থক্য থাকলেও তারা সব সময় তার পাশে ছিলেন। তিনি জানান, শরিয়াহ আইনে মেয়েরা সম্পত্তির সমান ভাগ না পেলেও তার দুই ভাই নিজেদের অংশ সমানভাবে তার সঙ্গে ভাগ করে নিয়েছেন। বাঁধন এটিকে তাদের ন্যায্যতা ও ভালোবাসা হিসেবে দেখেন।

জীবনে ইতিবাচক অভিজ্ঞতার পাশাপাশি কিছু নেতিবাচক ও নিষ্ঠুর পুরুষের কথাও অকপটে বলেছেন বাঁধন। তাদের আচরণ অসম্মানজনক, সহিংস ও অমানবিক ছিল। তবুও তাদের প্রতি তার এক ধরনের কৃতজ্ঞতা আছে। তিনি বলেন, তারা যতই আমাকে ভাঙতে চেয়েছেন, তাদের নিষ্ঠুরতা আমাকে জ্বালিয়ে তুলেছে—অন্যায়ের বিরুদ্ধে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত করেছে। তারাও আমাকে গড়ে তুলেছে।

পোস্টে আবারও স্পষ্ট করে বাঁধন বলেন, “ভুল বুঝবেন না। আমি পুরুষদের অপছন্দ করি না, আমি ঘৃণা করি পিতৃতন্ত্রকে। আর হ্যাঁ, আমি পুরুষদের ভালোবাসি।”

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!