• ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২, ২৮ সফর ১৪৪৬

আমার জীবনে এমন পুরুষও এসেছেন, যারা অমানবিক ছিলেন :বাঁধন 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৩:৪৭ পিএম
আমার জীবনে এমন পুরুষও এসেছেন, যারা অমানবিক ছিলেন :বাঁধন 
আজমেরী হক বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে পেশাগত চ্যালেঞ্জের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও একাই লড়াই করতে হয়েছে। নিজের জীবনের পুরুষদের ভূমিকা নিয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি।

সেখানে বাঁধন লিখেন, আমাকে নিয়ে একটা ভুল বোঝাবুঝি আছে। অনেকে মনে করেন, আমি পুরুষদের অপছন্দ করি। এটা সত্যি নয়। আমি অপছন্দ করি পিতৃতন্ত্রকে, আর যারা সেটাকে লালন করেন তাদের। কিন্তু আমি মানুষকে ঘৃণা করি না।

অভিনেত্রীর ভাষায়, জীবনের কিছু পুরুষ তাকে গড়ে তুলেছেন, আবার কেউ কেউ নেতিবাচক প্রভাব ফেলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার বাবা ও ‘রেহানা’ সিনেমার পরিচালক সাদ—তারা আমাকে গভীরভাবে গড়েছেন, লিখেছেন বাঁধন।

নিজের দুই ভাইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভাইরা শুধু সহচরই নন, ছোট ভাই রাশা আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আবার বড় ভাই এমন সময়ে পাশে ছিলেন, যখন মা-বাবাও পারেননি। সম্পত্তি ভাগের ক্ষেত্রেও তারা সমানভাবে ভাগ করেছেন, শরিয়াহর প্রচলিত নিয়ম মানেননি। এ সিদ্ধান্ত আমার কাছে অসাধারণ।

নেতিবাচক অভিজ্ঞতার কথাও স্মরণ করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, আমার জীবনে এমন পুরুষও এসেছেন, যারা অসম্মানজনক, সহিংস, অমানবিক ছিলেন। তাদের নিষ্ঠুরতাই আমাকে অন্যায়ের বিরুদ্ধে আগুন জ্বালিয়েছে। তাদের জন্য প্রার্থনা করব না, তবে তারা আমার গল্পে থেকে যাবেন।

শেষে তিনি আবারও স্পষ্ট করেন ভুল বুঝবেন না, আমি পুরুষদের অপছন্দ করি না। আমি পিতৃতন্ত্রকে অপছন্দ করি। আর হ্যাঁ, আমি পুরুষদের পছন্দ করি।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!