• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

ফিরলেন মুনিরা ইউসুফ মেমী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৪, ০২:৩২ পিএম
ফিরলেন মুনিরা ইউসুফ মেমী
মুনিরা ইউসুফ মেমী। ছবি: অভিনেত্রীর সোজন্যে

মুনিরা ইউসুফ মেমী। একসময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী। মাঝে বেশ কয়েক বছর মিডিয়া থেকে দূরে ছিলেন। ফিরলেন আবারও।

ফারিয়া হোসেনের লেখা  ও অরুন চৌধুরীর পরিচালনায় নাটকের নাম ‘অনুক্ষন’। সম্প্রতি নাটকটির শুটিং হল। নাটকে ফেরা নিয়ে মেমি বলেন, দীর্ঘদিন পরে ভালোলাগার মত একটি গল্প পেলাম। যেখানে আমাদের মত পরিনত বয়সের গল্প আছে… ধন্যবাদ ফারিয়া হোসেনকে এত ভালো একটা নাটক লেখার জন্য। বরাবরই ভালো লেখেন…ধন্যবাদ অরুন চৌধুরীকে আমাকে কাজের সুযোগ দেওয়ার জন্য।

নতুন এই নাটকে মেমির সহশিল্পী অভিনেতা আহসান হাবিব নাসিম সহ অনেকে।
 

Link copied!