• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

‘ডন থ্রি’তে শাহরুখের পরিবর্তে রণবীর, দর্শকদের ক্ষোভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ১২:১৯ পিএম
‘ডন থ্রি’তে শাহরুখের পরিবর্তে রণবীর, দর্শকদের ক্ষোভ
ছবি: সংগৃহীত

জনপ্রিয় বলিউড ফ্র্যাঞ্চাইজি সিনেমা ‘ডন’ নিয়ে মুখিয়ে আছেন দর্শকেরা। ২০১১ সালে শাহরুখ খান অভিনীত ‘ডন টু’ মুক্তির পর থেকেই দর্শক-ভক্তরা অপেক্ষায় ‘ডন থ্রি’ নিয়ে। দীর্ঘ দিন গুঞ্জনের পর নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির নতুন কিস্তি। যা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

পিংকভিলার এক প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে নিজের ইনস্টাগ্রামে কয়েক সেকেন্ডের একটি ছোট টিজার প্রকাশ করেছেন নির্মাতা ফারহান আখতার। যার মাধ্যমে সিনেমাটি নিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন তিনি। তবে, নির্মাতা আরও জানিয়েছে,  ‘ডন থ্রি’ সিনেমায় শাহরুখ খানের পরিবর্তে রণবীর সিংকে দেখা যাবে।

এদিকে সিনেমাটিতে শাহরুখ নেই- এমন খবর ছড়িয়ে পড়তেই  হতাশ হয়েছেন কিং খানের ভক্তরা।  একজন লিখেছেন, “আমাকে শাহরুখ খানওয়ালা ডন ফিরিয়ে দিন, অনুরোধ।” আরেকজন লিখেছেন, “শাহরুখ ছাড়া  ‘ডন থ্রি’ হবে না।” অন্যজন লিখেছেন, “শাহরুখ খানকে ছাড়া ‘ডন থ্রি’ নির্মাণ বন্ধ করুন।”

ডন ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৬ সালে। এরপর ৫ বছরের বিরতি নিয়ে মুক্তি পায় ‘ডন-টু’। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ডন ফ্র্যাঞ্চাইজির প্রযোজনায় ছিল ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। 

Link copied!