‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘চলতে চলতে’, ‘কভি আলবিদা না কহেনা’র পর ফের শাহরুখ-রানি এক ফ্রেমে? হ্যাঁ, অন্তত বলি-গুঞ্জন তো তাই বলছে। যদিও এটা ক্যামিও নয়, বরং ‘এক্সটেন্ডেড ক্যামিও’।
শাহরুখ খানের পরবর্তী ছবি ‘কিং’-এ একের পর এক বিস্ময়কর কাস্টিং খবর। সবশেষে নাম জুড়ল রানি মুখার্জির।
এর আগে জানা গিয়েছিল, ছবির ভিলেন হচ্ছেন অভিষেক বচ্চন। সঙ্গে থাকছেন আরশাদ ওয়ার্সির মতো দুঁদে অভিনেতা। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় পা রাখতে চলেছেন শাহরুখকন্যা সুহানা। তার মায়ের চরিত্রে দীপিকা পাড়ুকোন—এই খবরও সাড়া ফেলে দিয়েছিল নেটদুনিয়ায়।
সম্প্রতি যোগ দিয়েছেন আরও দুই বলি হেভিওয়েট—জ্যাকি শ্রফ ওঅনিল কাপুর। এদিকে ‘মুঞ্জা’খ্যাত অভয় বর্মাকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ এক চরিত্রে।
ছবিটি প্রযোজনা করছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স। বলিউড সূত্র বলছে, মেয়ের অভিষেককে জমকালো করে তুলতেই নাকি ২০০ কোটি টাকা বাজেটের ছবি তৈরি করছেন কিং খান।
কিং মুক্তির লক্ষ্যমাত্রা—২০২৬ সালের মাঝামাঝি। তাই এখনই বলা যায়, ‘কিং’ শুধু একটি ছবি নয়, একটি প্রতীক্ষা।