• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

২৩ কোটি টাকায় বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন প্রীতি জিনতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩, ০৩:৩০ পিএম
২৩ কোটি টাকায় বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন প্রীতি জিনতা
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী  প্রীতি জিনতা বর্তমানে সিনেমা দিয়ে আলোচনায় নেই। বিয়ের পর থেকেই সিনেমার পর্দা থেকে দূরে থাকলেও একাধিক সময় ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে শিরোনামে উঠে আসেন। সম্প্রতি  বিলাসবহুল ফ্ল্যাট কিনে আবারও আলোচনাতে এসেছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মুম্বাইয়ের বান্দ্রায় পালি হিলে নার্গিস দত্ত রোডের কাছে ১৭ কোটি ১০ লাখ টাকা দিয়ে নতুন একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন প্রীতি জিনতা, যা বাংলাদেশি টাকায় ২৩ কোটি ৬৬ লাখ টাকার বেশি।

সংবাদমাধ্যমটি আরও জানায়, বিয়ের আগেও এই বিল্ডিংয়েই থাকতেন প্রীতি। এদিকে তার এই নতুন অ্যাপার্টমেন্ট কেনার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি নাকি ভারতে শিফট করবেন।

সিনেমা থেকে দূরে থাকলেও খেলার জগতের সঙ্গে যুক্ত আছেন প্রীতি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট দল পাঞ্জাব কিংসের মালিকানার অংশীদারত্বে রয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি গ্লোবাল লিগ ক্রিকেট দল স্টেলেনবোশ কিংসেরও মালিক তিনি। যা নিয়ে দর্শক-ভক্তদের মনে এখনও বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।

২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক জলবিদ্যুৎ কোম্পানিতে কর্মরত জেনে গুডেনাফকে বিয়ে করেন প্রীতি । লস অ্যাঞ্জেলেসে দুই সন্তানকে নিয়ে গুডেনাফ ও প্রীতির সুখের সংসার। 

Link copied!