• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে হবে : ফেরদৌস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ১০:৩৭ এএম
প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে হবে : ফেরদৌস
চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ছবি: সংগৃহীত

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে বেশ মনোযোগী চিত্রনায়ক ফেরদৌস। গুঞ্জন ছিল কয়েক মাস আগে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন তিনি। তবে, সে মনোনয়ন না পেলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার বিকল্প দেখছেন না বলে ফেরদৌস জানালেন ―প্রধানমন্ত্রীকেই আবারও ক্ষমতায় আনতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখা যাবে কিনা ―এমন প্রশ্নের জবাবে ফেরদৌস সাংবাদিকদের বলেন, ‘‘নির্বাচন করলে তো আপনাদের সবাইকে সঙ্গে নিয়েই প্রচারণা করব। আমি নির্বাচন করি বা না করি প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেখুন, বর্তমান সময়ে দেশের যে উন্নয়ন তা বলার অপেক্ষা রাখে না। সবই দৃশ্যমান। সুতরাং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন। তাহলেই দেশ এগিয়ে যাবে।’’

ফেরদৌস আরও বলেন, ‘‘আমার সংসদ নির্বাচন করাটা বড় ব্যাপার না। তবে আমি নৌকার প্রচারণায় থাকব এটাই বড় কথা। আওয়ামী লীগের প্রচারণায় সবখানেই আমাকে পাবেন আপনারা।’ ’ 

Link copied!