‘মানুষ মনে করে হিরো আলমের অনেক টাকা, আমি সবার অবহেলার পাত্র’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৯:১৫ এএম
‘মানুষ মনে করে হিরো আলমের অনেক টাকা, আমি সবার অবহেলার পাত্র’
হিরো আলম

আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি। 

ব্যক্তিগত নানা কারণে প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসেন হিরো আলম। গত মাসে স্ত্রী রিয়া মনির সঙ্গে পারিবারিক কোলাহলের জের আত্মহত্যার ঘোষণা দেন আলম। তবে সন্তানদের অনুরোধে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। দুইজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েনে হার্ট অ্যাটাক করেন আলম। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়ে আবারও নেটিজেনদের মনোযোগ কাড়লেন আলম। 

নিজের নিঃসঙ্গতা, অবহেলা এবং কষ্টের কথা জানিয়ে ওই পোস্টে তিনি লেখেন, এই স্বপ্নের পৃথিবীতে আমি বড় একা। সবার অবহেলার পাত্র। মানুষ মনে করে হিরো আলম অনেক সুখে আছে, অনেক টাকা। আসলে আমি অনেক সুখে নেই, আমার টাকাও নেই।

এরপর তিনি যোগ করেন, একদিন হঠাৎ করে শুনবেন অবহেলার পাত্র আর আপনাদের মাঝে নেই।

এদিকে হিরো আলমের পোস্টের মন্তব্যের ঘরে একজন কটাক্ষ করে লিখেছেন, দুই টা বউ থাকার পরেও একা বলতেছেন। 

অন্য একজন লিখেছেন, বউ কি আবারও চলে গেছে?’ আরও একজন লিখেছেন, ‘কবে থেকে নেই হবেন ভাইয়া?

Link copied!