• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭
মজা করে আবীর

‘ছিঃ ছিঃ, এই ছিল তোর কপালে, কী করলি মিমি!’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:৩৭ এএম
‘ছিঃ ছিঃ, এই ছিল তোর কপালে, কী করলি মিমি!’

আলোচনায় মিমি চক্রবর্তী ও আবীর চ্যাটার্জির জুটি। মূলত ‘রক্তবীজ ২’ দিয়েই আলোচনায় তারা। এই সিনেমায় মিমির নীল বিকিনি লুক যেমন দর্শকের নজর কেড়েছে, তেমনি আবীরের সঙ্গে তার রোম্যান্টিক দৃশ্য নিয়েও চলছে আলোচনা। 

এই সিনেমার প্রথম ভাগে আইজি পঙ্কজ সিংহ (আবীর) ও এসপি সংযুক্তা মিত্রের (মিমি) প্রেমের আভাস না থাকলেও সিক্যুয়েলে সেই ঘাটতি মিটবে বলেই জানিয়েছেন নির্মাতারা। এদিকে শুটিংয়ের নেপথ্যের অভিজ্ঞতা শোনাতে গিয়ে মজার কথাও শেয়ার করেছেন আবীর।

মিমি আর আবীরের পরিচয় বহু বছরের। ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় একসঙ্গে কাজ করে আলোচনায় এসেছিলেন তারা। ক্যামেরায় মিমির সঙ্গে রোম্যান্স করতে কতটা সুবিধা হয়েছে আবীরের- এমন প্রশ্নের মুখে পড়েন অভিনেতা।

আবীর এও বলেন, ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানি মিমির মুড সুইং কখন হচ্ছে। ও কখন কী করতে চাইছে।’ 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!