ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী, যিনি একসময় সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন পুরোদস্তুর অভিনেত্রী। রূপালি পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি যেমন দর্শকদের মন জয় করেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব।
এই তারকা প্রায়ই নিজের যাপিত জীবনের নানা মুহূর্ত ও অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এরই ধারাবাহিকতায়, সম্প্রতি তিনি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা গেছে জলপাই বাগানে।
ছবিগুলোতে বুবলীকে পেস্ট রঙের জামায় দেখা যাচ্ছে, আর খোলা চুলে তার মিষ্টি হাসি যেন প্রকৃতির সজীবতার সঙ্গে মিশে গেছে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘টক মিষ্টি শীতের জলপাই, প্রিয় প্রকৃতি।’
তবে এই পোস্টের পর নেটিজেনদের নজর কেড়েছে মন্তব্যগুলো। অনেকেই জলপাইয়ের প্রতি তাদের ভালোবাসার কথা জানিয়েছেন।
এক নেটিজেন লিখেছেন, ‘জলপাই একটা লোভনীয় খাবার কম বেশি সবারই লোভ যাগে দেখলে।’ অন্য একজন ভক্ত নায়িকার রূপে মুগ্ধ হয়ে লিখেছেন, ‘জলপাইটা আপনার মতই দেখতে আপু।’
প্রসঙ্গত, ২০১৬ সালে কিং খান শাকিব খানের বিপরীতে 'বসগিরি' চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তার প্রথম ছবিতেই অভিনয় নৈপুণ্য তাকে দ্রুত পরিচিতি এনে দেয়।

































