• ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২, ১৬ রবিউস সানি ১৪৪৭

প্রত্যেকটা বেহুদা প্রশ্নের উত্তর দেওয়া দরকার নেই: পিয়া জান্নাতুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ১০:৫৪ এএম
প্রত্যেকটা বেহুদা প্রশ্নের উত্তর দেওয়া দরকার নেই: পিয়া জান্নাতুল
পিয়া জান্নাতুল

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে কনটেন্ট নির্মাতা ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে দিয়েছেন কড়া বার্তা। তিনি স্পষ্টভাবে বলেন, "আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না।"

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারের একটি অংশ ইনস্টাগ্রামে পোস্ট করে পিয়া লেখেন, “যদি আপনি ক্যামেরার পেছনে কাজ করেন, তাহলে এটা আপনার দায়িত্ব সমাজকে গঠন করা। নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজকে দূষিত করা নয়।”

তিনি আরও বলেন, ‘শুধু ভিউ বা ট্রেন্ডের জন্য ভুল বার্তা ছড়ানো দায়িত্বশীলতার পরিচয় নয়। পাবলিক ফিগার হিসেবে সবাইকে বুঝতে হবে, তাদের প্রতিক্রিয়া সমাজে প্রভাব ফেলে।’

সঞ্চালকদের উদ্দেশেও বার্তা দিয়েছেন তিনি— ‘আপনারা কী প্রশ্ন করছেন, সেটার ৮০% দায় আপনার। প্রডিউসার যা-ই বলুক, মানুষ মনে রাখে আপনি কী জিজ্ঞেস করেছিলেন।’

সাক্ষাৎকারের শেষভাগে তিনি অনুরোধ জানান, ‘আমরা সবাই যেন একটু দায়িত্ব নিই—যা তৈরি করছি, তা যেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে, দূষণ নয়।’

প্রসঙ্গত, পিয়া জান্নাতুল ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও 'চোরাবালি' সিনেমার মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। শোবিজের পাশাপাশি তিনি একজন পেশাদার আইনজীবী। তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন এবং ব্যারিস্টার সায়েদুল হক সুমনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।

Link copied!