• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

স্বাধীনতার মাসে চম্পা বণিকের দেশাত্মবোধক গান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩, ০৪:৫৪ পিএম
স্বাধীনতার মাসে চম্পা বণিকের দেশাত্মবোধক গান

কণ্ঠশিল্পী চম্পা বণিক প্রথম পরিচিত হয়ে ওঠেন ২০০৫ সালের গানের প্রতিযোগিতা ‘ক্লোজআপ ওয়ান’-এর মাধ্যমে। এরপর চ্যানেল আই আয়োজিত ‘সেরা কণ্ঠ ২০০৮’-এ তিনি চতুর্থ স্থান লাভ করেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত এই শিল্পীর একটি দেশাত্মবোধক গান সম্প্রতি প্রকাশ হয়েছে ইউটিউবে।

‘সে দেশ কোথায় আছে’ নামের গানটি লিখেছেন শেখ নজরুল। সুর করেছেন শোয়েব শিবলী। এ গানের সংগীত আয়োজনে ছিলেন পুলক বড়ুয়া। নতুন গানটি নিয়ে চম্পা বণিক অনেক উচ্ছ্বসিত।

তিনি গণমাধ্যমকে বলেন, “স্বাধীনতার এ মাসে এত সুন্দর একটি গানের সঙ্গে আমাকে সম্পৃক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা শেখ নজরুল ভাইয়ের প্রতি। গানের কথা এত সুন্দর, গানটি গাইতে গেলেই মন ভরে যায়। বহুদিন পর এমন চমৎকার কথার গান গাইলাম। কথার সঙ্গে সুরও এমনই মনের মতো হয়েছে যে আমি নিজেই বারবার গাইছি।”

চম্পা বণিক জানান, গান নিয়ে তার ব্যস্ত সময় কাটছে। মঞ্চ ও টেলিভিশনের বেশ কয়েকটি আয়োজনে গান শোনাবেন তিনি।
 

Link copied!