• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

লিন্ডসে লোহানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩, ০৪:৫২ পিএম
লিন্ডসে লোহানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তিনি নাকি তথ্য গোপন করে ক্রিপ্টোকারেন্সি কিনতে সাধারণ মানুষকে উৎসাহিত করেছেন। লিন্ডসে ছাড়াও একই অভিযোগ উঠেছে অ্যাকন, সোলজা বয়দের মতো শোবিজ তারকার বিরুদ্ধে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) লিন্ডসে লোহান, র‌্যাপার অ্যাকন, সোলজা বয়সহ বিনোদন জগতের অনেক তারকার বিরুদ্ধে বেআইনিভাবে ডিজিটাল মুদ্রা ক্রয়ে মানুষকে উৎসাহিত করার অভিযোগ তোলে। তাদের বিরুদ্ধে মূল অভিযোগে বলা হয়েছে, এ তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিপ্টোকারেন্সির দেদার গুণকীর্তণ করেছেন। এতে সাধারণ মানুষ মনে করেছেন বিশ্বখ্যাত সেলেব্রিটিরা সত্যি সত্যিই ক্রিপ্টো ক্রয় করে উপকৃত হয়েছেন। সুতরাং তা কিনলে ক্ষতির আশঙ্কা নেই।

এভাবে তথ্য গোপন করে অন্যদের প্রভাবিত করার কারণে সেলেব্রিটিদের বিরুদ্ধেও কার্যত প্রতারণার অভিযোগই তুলেছে এসইসি। তবে এ নিয়ে লিন্ডসেসহ জড়িত অন্য তারকাদের প্রতিক্রিয়া জানা যায়নি।

Link copied!